Pageviews

News
Loading...

THAI LOTTERY

আপনার ব্লগে প্রবেশ করুন আর অটোমেটিক সুন্ধর একটি মিউজিক বাজতে থাকুক।

কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন, আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।
আমার আজকের পোস্ট যাদের ব্লগ সাইট আছে তাদের জন্য। পোস্টটি খুবি মজার। আপনারা কেউ
অটবি ফার্নিচার কোম্পানির ওয়েব সাইটে প্রবেশ করছেন কি না জানিনা? দেখবেন তাদের ওয়েব সাইটে
প্রবেশ করার সাথে সুন্ধর একটি মিউজিক বাজতে থাকে। প্রথমবার আমিও তাদের ওয়েব সাইটে প্রবেশ করে
অবাক হলাম, ভাবলাম এই কাজটি কিভাবে করল তারা? তাই গুগলের সাহায্য নিলাম এবং  সমাধানটিও পেয়ে গেলাম।
এবং সাথে সাথে আমার ব্লগে যুক্ত করে ফেললাম। তাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আপনাদের
ব্লগ ওয়েব সাইটে মিউজিকটি যুক্ত করবেন। প্রথমে আমার ব্লগে প্রবেশ করে মিউজিকটি শুনে দেখুন।
এই কাজটি করতে প্রথমে ব্লগার ডেসবোর্ডে লগ ইন করুন, তারপর layout এ ক্লিক করুন, নিচে দেখুন......

layout এ ক্লিক করার পরে নিচের মত দেখবেন...........................

এবার আপনি add a gadget এ ক্লিক করুন, তারপর নিচের মত আরেকটি পেজ দেখবেন...........................

এবার HTML/Java script এ ক্লিক করুন, তাহলে নিচের মত আরেকটি ছবি দেখবেন...............

এবার আপনি টাইটেল লিখুন background music, এবং content বক্সে নিচের কোডগুলো কপি করে পেস্ট করুন...
<!-- Darmowy odtwarzacz muzyki na stronę z http://www.soundimage.pl START //-->
<script id="player_type" language="javascript" type="text/javascript">
var player_id=1;
var soundimage_player_start = 1;
document.write('<div id="soundimage_holder'+player_id+'" align="center">');
document.write('<div id="soundimage_player_main'+player_id+'"></div>');
document.write('<a id="soundimage_player_links'+player_id+'" href="http://www.soundimage.eu/" target="_blank" title="Royalty Free Music">Royalty Free Music</a>');
</script>
<script id="player_script" src="http://www.soundimage.pl/freemusic/soundimage_player_en2.js" language="javascript" type="text/javascript"></script>
<!-- Free website background music player from http://www.soundimage.eu END //-->
এবার আপনি সর্বশেষ save বাটনে ক্লিক করুন, এবং আপনার যেখানে রাখতে ইচ্ছে হয় সেখানে রাখুন। এবার আপনার ব্লগে ডুকে দেখুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন।
প্রথম প্রকাশ আমার ব্লগে..........................................
একটি কথা বলতে ভুলে গেছি, আপনি ইচ্ছে করলে মিউজিকটি pause ও করে রাখতে পারবেন।
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :