Pageviews

News
Loading...

THAI LOTTERY

ফ্রিল্যান্সার ও জনগণের সাথে BRAC Bank ও bKash এর প্রতারনা বেড়েই চলেছে! প্রতিরোধের সময় এখনই





BRAC Bank এর সিস্টেম একজন ফ্রিল্যান্সারকে কিভাবে পথে বসিয়ে ছিল ও BRAC Bank এর bKash এর প্রতারনা নিয়ে আগে এখানে আলোচনা ও প্রতিবাদ ও কিছুটা সমাধান হয়েছিল  BRAC Bank Limited ও  bKash Limited নতুন করে প্রতারনা শুরু করেছে জনগণ ও ফ্রিল্যান্সারদের সাথে তা আজ বিস্তারিত তুলে ধরতেছি ।
বিকাশের সেন্ড মানি চার্জ প্রথমে ২ টাকা করে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি গ্রাহক বানিয়ে

এখন গোপনে সেন্ড মানি চার্জ ৫ টাকা কাটতেছে বিগত ১ সপ্তাহ থেকে ,

তার মানে আমরা যদি কাউকে ১০ টাকাও পাঠাই সেজন্য ৫ টাকা চার্জ দিতে হবে , আর আপনি যখন তাদের প্রতারক এজেন্টদের কাছে ক্যাশইন করতে যাবেন তখনো আপনাকে বাড়তি চার্জ গুনতে হবে , আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এজন্য গ্রাহকদের কোন পূর্ব নোটিশ না দিয়ে চার্জ বাড়িয়ে দিয়েছে ।
তার মানে বাংলাদেশ কে তারা মুগের মুল্লুক মনে করে ব্যবসা করতে চাইছে ! আশা করি অনলাইন কমিউনিটি আপনাদের এই অসৎ উদ্দেশ্য সফল হতে দিবেনা ।
এতো গেল সারা বাংলাদেশের মানুষের সাথে বিকাশের প্রতারনার চিত্র

এবার আসা যাকBrac Bank কিভাবে মগের মুল্লুক কায়েম করেছে সেই চিত্র নিয়ে

BRAC Bank Limited এর সার্ভিস না থাকলেও আজাইরা সার্ভিস চার্জ আছে !
আমি ইতিমধ্য ব্র্যাক ব্যাংক ছেরে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি , শুধু এদের আজাইরা চার্জের জন্য । উনারা গাজীপুরের কোনাবাড়ীতে ব্রাঞ্চ করেছে অথচ তাদের কোন Atm Booth নাই অথচ মনের সুখে চার্জ কেটে নেয় Account এ টাকা থাকলে !
যখন অ্যাকাউন্ট করেছি ৬৯০ টাকা কেটে নেয়া হয়েছে ২০১৩ জানুয়ারিতে আবার চার্জ করা হয়েছে ৩৪৫  টাকা,  ২০১৩ জুলাইয়ে পুনরায় ৬৯০ টাকা কেটে নেয়া হয়েছে পাশাপাশি sms চার্জ  ৩৫০ টাকা !
আমার প্রশ্ন ১ বৎসরের কম সময়ে যদি ২০০০ টাকা চার্জ করা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যুক্তি সংগত ?
বাংলাদেশের কতজন সাধারন মানুষ এই ব্যাংকে অ্যাকাউন্ট চালানোর যোগ্যতা রাখে ?

এবার আসি মূল আলোচনা ফ্রিল্যান্সারদের সাথে যেভাবে প্রতারনা করছে Brac Bank

Mahbub Piyal ভাইয়ের সাথে দুর্নীতির চিত্র একটু দেখেন
Mahbub Piyal ভাই ফেসবুক স্ট্যাটাসে লিখেন
আপনারা যারা ঘুম নিদ্রা বাদ দিয়ে , রাতের পর রাত জেগে থেকে অনেক কষ্টে কিছু টাঁকা পয়সা আয় করছেন তাদের জন্য বলছি , আপনাদের টাকার প্রতি শুঁকুনের চোখ লাগে কয়দিন পর পর , নিচের লিঙ্ক টা দেখেন মনোযোগ দিয়ে পুরো টা পড়েন , ব্রাক ব্যাংক গত ৩ বসরে ৭০০ ডলারের ও বেশি এক্সট্রা চার্জ করেছে আমার কাছ থেকে । যারা ব্রাক ব্যাংক ব্যাবহার করেন তারা এর তীব্র প্রতিবাদ করেন । আমাদের এই টাঁকা ফেরত না দিলে আমরা এই ব্যাংক আর ব্যাবহার করবোনা। যেহেতু অন্য ব্যাংক এই এক্সট্রা চার্জ কাটে না। http://www.facebook.com/BRACBANK/posts/10151767172999850
পরে ব্র্যাক ব্যাংক পেজে পোস্টটাতে ভয়ানক এক চিত্র মাহবুব ভাই তুলে ধরেছেন
Hi,
I (my account number is : 1509202001996001, acc name : Mahbub Osmane , Mobile : 01913189378 or 01737 196 111 ) am informing you that last 3 years i have withdrawn my Money Bookers (Skrill) /EUR/Dollar using your bank but you deducted $10-15 from my every transaction on the other hand i have withdrawn my money last 3 times using IBBL but they are not deducted like you . Below I am giving you all of my transaction history :
1. 26 may 2013 it was 972.42 USD but i got 962.42 USD
2. 19 may 2013 it was 828.79 but i got 818.79
3. 12 may 2013 it was 1124.29 but i got 1114.19
4. 11 march 2013 it was 1278.34 but i got 1268.34.
5. 17 January 2013 it was 1000 but i got 985
6. 6 September 2012 it was 349.26 EUR but i got 339.26 EUR
7. 26 august 2012 it was 1285.38 EUR but i got 1275.38 EUR
thus way up-to 62 transaction in last 3 years . My first transaction was 157.39 EUR on 02 February 2011.
Please let me know why u have deducted a huge amount up to last 3 years from my earning but other bank is not doing so .please take a step to return my money otherwise freelancer community will refuse you to with draw money using your bank.
I hope you will not expect so .
A prompt reply would be appreciated.
Regards,
Mahbub Osmane
শুধু মাহবুব পিয়াল নয় বাংলাদেশের প্রত্যকটা ফ্রিল্যান্সারের উইথড্র দেয়া ডলার এভাবে ডলার কেটে নিচ্ছে ব্র্যাক ব্যাংক , অথচ মাহবুব পিয়াল ভাই জানালেন শেষ ৩টা উইথড্র তিনি অন্য ব্যাংকে দিয়েছেন সেখানে কোন এক্সট্রা ডলার কেটে নেওয়া হয় নাই !
এখন বাংলাদেশের প্রত্যকটি ফ্রিল্যান্সার ও সকল ভাইদের আমার প্রশ্ন তাদের কি এভাবে রাতজেগে উপার্জন করা কষ্টের টাকা নিয়ে বাংলাদেশে মগের মুল্লুক তৈরি করতে দিবেন নাকি ন্যায়, ন্যায্য তে অটুট থাকতে বলবেন ?
আসুন সবাই তাদের এই অন্যায় থেকে বিরত থাকতে তাদের অফিশিয়াল পেইজে অনুরোধ  জানাই
তাদের পেজগুলো লিংক নিচে দেওয়া হলো ।
আশা করি করবো সবাই যেন প্রতিবাদ করতে পারে এজন্য পোস্টটি অনলাইন কমিউনিটিতে ছড়িয়ে দিবেন ।
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :