Pageviews

News
Loading...

THAI LOTTERY

আপনার নিজের চ্যাটিং ওয়েব সাইট তৈরি করুন এখনি।

images-chat1.jpg আমি টেকটিউনের এক জন রেগুলার টিউনার না হলেও, রেগুলার Downloader। প্রায় প্রতিদিনই এখানে আসি এবং নতুন নতুন বিষয় জানতে পারি। আজ ইচ্ছে হলো- আমিও একটু টিউন করি। যদিও খুব সহজ একটা বিষয় নিয়ে টিউন করব। হয়তো বা হাই-টেকদের কোন উপকারে আসবে না। নবিনদের জন্য কিছুটা হলেও কাজে আসতে পারে।
আমরা সাধারণত চ্যাটিং এর জন্য বিভিন্ন ওয়েব রুম ব্যবহার করি। যদি আমাদের নিজের একটা এরকম সাইট থাকে; তাহলে কেমন হয়? খুব বেশি কিছুর প্রয়োজন নেই। একটি html supported ওয়েব সাইট, যেমনঃ Google pagecreator আর যে কোন ফ্রি chat room এর জন্য html code, যা পাওয়া যেতে পারে এখানে http://www.parachat.com/basic/ ওয়েব সাইটটিতে গিয়ে নির্দেশনা পড়ে নিন। আপনার পছন্দ মতো ইন্টারফেস কালার বা অন্যান্য সেটিং গুলো দিয়ে দিন। html code এর জন্য “SHOW ME MY ROOM CODE” এর ক্লিক করুন। ৪ ধরনের কোড পাবেন। আপাতত প্রথম কোড গুলো দিয়ে শুরু করুন।
html codeপাবার পর সেটি পরবর্তিতে ব্যবহারের জন্য Copy করে রাখতে পারেন। কারন html code অনেক সময় পরিবর্তন হয়ে গেলে সমস্যা করতে পারে।
এবার আপনার Google page creator একাউন্ট এ লগ ইন করুন (www.pages.google.com)। প্রয়োজনীয় ফরমেটিং যেমনঃ উপরের দিকে আপনার ওয়েবসাইট এর নাম, উদ্দেশ্য ইত্যাদি লিখতে পারেন। নিচের দিকে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন। এরপর পেজের মাঝখানের জন্য html Editor এ যান। Para chat এর জন্য যে html কোড পেয়েছিলেন, তা Pest করুন। Update করে মেইন পেজে ফিরে আসুন, এখানে চেটরুম এ লগ ইন করার জন্য একটি ইন্টারফেস দেখতে পাবেন। তৈরিকৃত ওয়েবসাইটটি Published করুন। পেজটি ইন্টারনেট ব্রাউজার দিয়ে ওপেন করে দেখুন সব ঠিক আছে কি না।  আপনার কম্পিউটারে java ইনস্টল করা নাও থাকতে পারে। http://www.java.com/ এখান থেকে ডাউনলোড করে নিন। এটার প্রয়োজন কারন, Para chat রুমটি java Based. আপনার তৈরিকৃত সাইটটি দেখতে কিছুটা এরকম হয়েছে কি? -

তাহলে আর অপেক্ষা কেন? লগ ইন করুন। স্বাভাবিক ভাবেই প্রথমের দিকে আপনার রুমটি একেবারেই ফাকা থাকবে। মন খারাপ করার কিছু নেই। Show Rooms এ ক্লিক করুন। ঠিক একই রকম সাইট পৃথিবীর বিভিন্ন প্রান্তের টেকিরা ব্যবহার করছেন। তাদের কে এখানে পেয়ে যাবেন। শুরু করে দিন চ্যাটিং। ধিরে ধিরে আপনার বন্ধুদের নিমন্ত্রণ জানান আপনার একেবারে নিজস্ব একটি চ্যাটিং সাইটে।
ধন্যবাদ।
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :