সুপ্রিয় টিউনার ভাইয়েরা আশা করি সবাই ভালই আছেন আল্লাহর রহমতে। আমি ও
কোন রকম দিন কাল অতি বাহিত করছি। অনেক দিন হল আপনাদের মাঝে লেখালেখি নিয়ে
হাজির হতে পারিনি। এজন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। কথা দিচ্ছি এখন
থেকে নিয়মিত হব।
তো আসুন কথা না বাড়িয়ে কাজের কাজে ফিরি। আমরা যারা ওয়েব ডিজাইনের কাজ শিখি এবং করি তারা সবসময় হয়ত বা একাজটি চালিয়ে যেতে পারি না কারন
আমরা Xampp নামক সফটওয়ারে কথা হয়ত বা জানি। এটি একটি বান্ডল প্যাকেজ সফটওয়ার যার সাহাযে অতি সহজেই আপনার কম্পউটার কে লোকাল সার্ভার বানাতে পারবেন। সবার স্বার্থে টিউটোরিয়াল টি YOU TUBE এ আপলোড করে দিলাম। ভাল লাগলে কমেন্টস করতে কার্পণ্য করবে না।
তো আসুন কথা না বাড়িয়ে কাজের কাজে ফিরি। আমরা যারা ওয়েব ডিজাইনের কাজ শিখি এবং করি তারা সবসময় হয়ত বা একাজটি চালিয়ে যেতে পারি না কারন
- ইন্টারনেট সেবার উচ্চমূল্য
- সার্ভার হোস্টিং সমস্যা
- ইন্টার্নেটের স্লথ গতি
আমরা Xampp নামক সফটওয়ারে কথা হয়ত বা জানি। এটি একটি বান্ডল প্যাকেজ সফটওয়ার যার সাহাযে অতি সহজেই আপনার কম্পউটার কে লোকাল সার্ভার বানাতে পারবেন। সবার স্বার্থে টিউটোরিয়াল টি YOU TUBE এ আপলোড করে দিলাম। ভাল লাগলে কমেন্টস করতে কার্পণ্য করবে না।
0 comments :
Post a Comment