সবাই আশা করি ভালই আছেন। আজকে যেই বিষয়ে লিখব অর্থাৎ জিমেইল
আইডি দিয়ে যেকোনো মোবাইল নাম্বারে কিভাবে ফ্রী SMS পাঠানো যায় সেটা হয়ত
অনেকেই আগে থেকে জেনে থাকবেন। যারা জানেন না এটা শুধু তাদের জন্য। তাহলে
দেখে নিন কিভাবে আপনার জিমেইল আইডি দিয়েই পৃথিবীর যেকোনো মোবাইল নাম্বারে
ফ্রী SMS পাঠাতে পারবেন। তবে এটা Limited.
প্রথমে আপনি
আপনার জিমেইল আইডিতে Login করুন। তারপর বামপাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন
সেখানে ক্লিক করুন এবং আপনার নাম্বারটি লিখুন যে নাম্বারে Message পাঠাতে
চান।
নাম্বারটি লেখার পর Send SMS এ ক্লিক করুন।
তারপর
যে Pop Up Box আসবে সেখানে Contact Name এ আপনি কি নামে Save করতে চান সেই
নাম দিন। আমি 'My Number' দিলাম। সব ঠিকঠাক করে তারপর Save এ ক্লিক করুন।
Save
করার পর ডানপাশে দেখবেন একটা Chat Box এসেছে। তারপর আপনি Chat Box এ যা
খুশি তা লিখে পাঠিয়ে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে। যেই নাম্বারে পাঠিয়েছেন
সেই নাম্বার Check করে দেখুন আপনার Messageটি সফলভাবে পৌঁছে গিয়েছে।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments :
Post a Comment