নিজের নোকিয়া মোবাইল ফ্ল্যাশ করুন নিজেই খুব সহজে
আশা
করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার নোকিয়া মোবাইল
ফ্ল্যাশ করবেন । নানান করনে আমাদের নোকিয়া মোবাইল সফটওয়্যার নষ্ট হয়ে যায়
তখন মোবাইলটা নিয়ে আমরা অনেক বিপাকে পরি যদি আমরা নিজেই জানি কিভাবে
ফ্ল্যাশ করতে হয় তাহলে মুহূর্তে মধ্যে নিজে মোবাইল নিজেই ফ্ল্যাশ করে ঠিক
করে ফেলতে পারি কোন মোবাইল সার্ভিস এর দোকানে গিয়ে আমাদের সময় নষ্ট করতে হয়
না । তো চলুন আর দেরি না করে কিভাবে ফ্ল্যাশ দিবেন টা দেখেনি ।নোকিয়া মোবাইল ফ্ল্যাশ দিতে যা যা লাগবে তা নিচে দেওয়া হলঃ
১/ Nokia Best Easy Service Tool Crack v1.51 by Fahim mahmud Chisti
2/ যে মোবাইল তা ফ্ল্যাশ দিবেন তার ফ্ল্যাশ ফাইল
প্রথমে Nokia Best Easy Service Tools Crack ডাউনলোড করুন এখান থেকে
তারপর আপনার হ্যান্ডসেট এর মডেল অনুযায়ী ফ্ল্যাশ ফাইল ধরুন আমি নোকিয়া নোকিয়া C2-03 ফ্ল্যাশ করবো তার ফ্ল্যাশ ফাইল লাগবে । আর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন Rm মিলিয়ে । যেমন নোকিয়া C2-03 Rm হল ৭০২ তাই আমি Rm 702 মিলিয়ে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবো । আপনি আপনার মোবাইল এর ব্যাটারি খুললে Rm দেকতে পাবেন ।
নোকিয়া ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করার জন্য এই সাইট এ যান ।
তারপর আপনার ডেস্কটপ এ একটি ফোল্ডার করে ফ্ল্যাশ ফাইল গুলু রাখুন নিচে একটি পিকচার দিলাম ঠিক অভাবে আপনার সফটওয়্যার তা সেট করে নিন ।
আপনাদের জন্য একটা ভিডিও টিউটেরিয়াল তৈরি করলাম ভালভাবে দেখে নিন ।
[youtube]https://www.youtube.com/watch?v=8bbalugF6IQ&feature=player_detailpage[/youtube]
আমার এই পোস্ট আপনাদের ভালো লাগলে লাইক,শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ।
আর আমার পরবর্তী টিউটেরিয়াল থাকবে কিভাবে android Mobile ফ্ল্যাশ করবেন ।
0 comments :
Post a Comment