শুরুতেই সকলকে জানাই কাল বৈশাখী শুভেচ্ছা।আশা করি সবাই ভাল আছেন। পিসি হেল্পলাইনবিডিতে এটাই আমার প্রথম পোষ্ট।
আমরা সকলেই যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের প্রায় সকলেরই ইমেইল অ্যাড্রেস রয়েছে।কারো একটি বা কারো একাধিক।কিন্তু আমরা ১ টি ব্রাউজার খেকে ১ টি ওয়েব সাইটে একাধিক একাউন্টে লগিন করতে পারিনা। যার কারনে আমাদের একাধিক ব্রাউজার ব্যবহার করতে হয়।আর এই সমস্যা হতে মুক্তির জন্য আজ আমি আপনাদের উপহার দিচ্ছি মজিলা ব্রাউজারের একটি অসাধারন এড অন।যার নাম কুকিপাই।কুকিপাই এডঅন ব্যবহার করে আপনি আপনার মজিলা ব্রাউজার থেকে একটি ওয়েব সাইটে একাধিক ্কাউন্টে লগিন করতে পারবেন।
প্রথমেই মজিলা ওপেন করে এই লিঙ্ক থেকে কুকিপাই ইন্স্টল করে মজিলা রিস্টারট করে নিন।
এবার যেকোন ওয়েব সাইটে (যেমন,ফেসবুক,ইয়াহু,গুগল,হটমেইল ইত্যাদি) একটি একাউন্টে লগিন করুন।লগিন হলে একটি নতুন ট্যাব ওপেন করুন।ট্যাবের উপর কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন।টোগল অন অফ অপশনটিতে ক্লিক করুন।এবার এড্রেস বারে একই ওয়েব সাইটে আপনার অপর একাউন্টে লগিন করুন।ব্যাস কাজ শেষ।
তবে যারা পিটিসি ওয়েব সাইটে কাজ করেন তাদের ক্ষেত্রে এই টিপসটি কতটুকু কার্যকর তা আমার জানা নেই।
কুকিপাই এডঅনটি মজিলার নতুন সংস্করনে কাজ নাও করতে পারে।মজিলা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যেহেতু এটা আমার প্রখম পোষ্ট কোন ভুল হলে ক্ষমা করবেন।আপনার ভাল লাগা মন্দ লাগা মন্তব্য করে উৎসাহিত করবেন।
আমরা সকলেই যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের প্রায় সকলেরই ইমেইল অ্যাড্রেস রয়েছে।কারো একটি বা কারো একাধিক।কিন্তু আমরা ১ টি ব্রাউজার খেকে ১ টি ওয়েব সাইটে একাধিক একাউন্টে লগিন করতে পারিনা। যার কারনে আমাদের একাধিক ব্রাউজার ব্যবহার করতে হয়।আর এই সমস্যা হতে মুক্তির জন্য আজ আমি আপনাদের উপহার দিচ্ছি মজিলা ব্রাউজারের একটি অসাধারন এড অন।যার নাম কুকিপাই।কুকিপাই এডঅন ব্যবহার করে আপনি আপনার মজিলা ব্রাউজার থেকে একটি ওয়েব সাইটে একাধিক ্কাউন্টে লগিন করতে পারবেন।
প্রথমেই মজিলা ওপেন করে এই লিঙ্ক থেকে কুকিপাই ইন্স্টল করে মজিলা রিস্টারট করে নিন।
এবার যেকোন ওয়েব সাইটে (যেমন,ফেসবুক,ইয়াহু,গুগল,হটমেইল ইত্যাদি) একটি একাউন্টে লগিন করুন।লগিন হলে একটি নতুন ট্যাব ওপেন করুন।ট্যাবের উপর কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন।টোগল অন অফ অপশনটিতে ক্লিক করুন।এবার এড্রেস বারে একই ওয়েব সাইটে আপনার অপর একাউন্টে লগিন করুন।ব্যাস কাজ শেষ।
তবে যারা পিটিসি ওয়েব সাইটে কাজ করেন তাদের ক্ষেত্রে এই টিপসটি কতটুকু কার্যকর তা আমার জানা নেই।
কুকিপাই এডঅনটি মজিলার নতুন সংস্করনে কাজ নাও করতে পারে।মজিলা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যেহেতু এটা আমার প্রখম পোষ্ট কোন ভুল হলে ক্ষমা করবেন।আপনার ভাল লাগা মন্দ লাগা মন্তব্য করে উৎসাহিত করবেন।
0 comments :
Post a Comment