Pageviews

News
Loading...

THAI LOTTERY

চুরি হয়ে যাওয়া আপনার মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করুন । মেগা পোস্ট

আমাদের অতি প্রিয় মোবাইলটি যখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কিছুই করার থাকে না। কিন্তু আপনি ইচ্ছা করলেই এখন থেকে মোবাইলের হদিস বের করতে পারবেন খুব সহজেই!
তবে সেজন্য আপনাকে একটা সফটওয়্যার ব্যাবহার করতে হবে । সফটওয়্যার টি হল Guardian-Mobile ।
config1-168x300
আপনি যদি মোবাইলে এই সফট ইন্সটল করে রাখেন তাহলে মোবাইল চুরি হওয়ার পর চোর যখন তার সিম মোবাইলে ঢুকাবে ঠিক তখনি তার নাম্বার থেকে গোপনে ম্যাসেজ চলে আসবে আপনার কাছে! শুধু তাই না আপনি ইচ্ছা করলে চোরের লোকেশনের ধারনাও পাবেন। এমনকি ফোন লকও হয়ে যাবে। আর এসব কিছুই হবে চোরের অজান্তে তাহলে চলুন তৈরি করা যাক চোর প্রতিরোধোক মোবাইল।mobile cheek
প্রথমে এখান থেকে Guardian সফট ডাউনলোড করে নিন।
ইন্সটল করতে হলে আপনার সেট হ্যাক করা থাকতে হবে।
এবার Guardian Unsigned.sisx ফাইলটি ইন্সটল করুন। সফটওয়্যার টি Registration করুন 0000 কোড দিয়ে।
তারপর Guardian Platinum Cracked.sisx ফাইলটি ইন্সটল করুন।
ব্যাস কাজ শেষ!
সিম্বিয়ান S60 V3 ও V5 সেটগুলোতে এই সফট সাপোর্ট করবে। নোকিয়া ছাড়াও কিছু সেট আছে সাপোর্ট করবে।
Guardian যেভাবে কনফিগার করবেনঃ
Recipient এ এমন কারও নাম্বার দিন যার কাছে চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসবে। এক্ষেত্রে আপনার ফ্যামিলির কারও নাম্বার দিতে পারেন।
Secret Code থেকে আপনার পাসওয়ার্ড সেট করুন। মনে রাখবেন পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যা হবে।
সব শেষে Status থেকে Enable করুন।
config2-168x300আপনি ইচ্ছা করলে যে কোন প্রোগ্রাম লক করেও রাখতে পারবেন।
prot1-168x300চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসলে এমন হবে।
theft2-168x300
চোরের লোকেশন জানতে *password code*localize* লিখে চোরের নাম্বারে ম্যাসেজ করুন। ফিরতি ম্যাসেজে দেখবেন চোরের লোকেশন লিঙ্ক দেয়া আছে।
local1-168x300
local2-300x168এছাড়াও এভাবে বিভিন্ন ম্যাসেজ দিয়ে অনেক কিছুই করা যাবে।
ধন্যবাদ সবাই কে । আপনার মোবাইল টি ভালো ভাবে দেখে রাকুন । মোবাইল এখন আমাদের জীবন ।
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :