Pageviews

News
Loading...

THAI LOTTERY

এবার ১৪গোষ্ঠিসহ উদ্ধার হবে হারিয়ে যাওয়া ফাইল, যে কোন কিছুর ফরমেক্ট/ডিলেক্ট হয়ে যাওয়া ফাইল রিকোভার করুন একটি সফটওয়্যার দিয়ে

পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আজ যে সফটওয়ারটির কাজ দেখাব তা হয়তো অনেকেই যানেন এবং অনেকেই ব্যবহার করেছেন, যারা ব্যবহার করেছেন তারা এই সফটওয়ারের গুনবলি যানেন।
আমি আমার এক চাচাতো ভাইয়ের 4জিবি মেমরী ফরমেক্ট হয়ে যাওয়ায় আমি সেই মেমরীটি রিকোভার করি, ৪জিবি মেমরী রিকোভার দেয়ার পরে সেই মেমরী থেকে সাড়ে ৫জিবি রিকোভার হয়েছে তাহলে এখন চিন্তা করুন ৪জিবি মেমরীতে তার সার্পোটেট ছিল ৩.৬৪০জিবি আর তা থেকে বের হল সাড়ে ৫জিবি তাহলে? এতো গুলো কোথায় ছিল? আবার আমাদের পিসি হেল্প সেন্টারের এ্যাডমিন রাসেল ভাইয়ের পিসি ফরমেক্ট হয়ে যায়, তখন সে এই সফটওয়ারটির মাধ্যমে তার সকল ফাইল ফিরিয়ে এনেছিল, আবার নাজমুল হাসান নামে এক ভাই আছে, তারও পেন ড্রেরাইভ ফরমেক্ট হয়ে ছিল সেও সকল ফাইল ফিরিয়ে এনেছে শুদু এই সফটওয়্যারটির মাধ্যমে, তাহলে আর কথা না বলে কাজ শুরু করি, এটার গুনা গুন ব্যবহার করলেই বুঝবেন।
সফটওয়ারটির নাম: EASEUS.Data.Recovery.Wizard.Professional.v5.5.1
সাইজ: ৪.৮৩এম.বি
ডাউনলোড লিংঙ্ক :  Click here
রার পাসওয়ার্ড : www.pchelpcentebd.com
প্রথমে আপনি সফটওয়ারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারের সেটাপ করুন, এবং সফটওয়ারটি ওপেন করুন।
ওপেন করলে নিচের ছবিটির মত আসবে এখান থেকে আপনি Complete Recovery সিলেক্ট করুন।
পিক্সার ০১।
Data Recover Photo
Data Recover Photo
এবার নিচের মত পেজ আসলে সেখানে আপনি বাম পাশ থেকে বেছে নিন, আপনি কি কি রিকোভার করতে চান? প্রয়োজনে সবগুলো টিক দিন, বাম পাশে যদি টিক দিতে সমস্যা হয় তাহলে নিচে দেখুন Search for all “Lost File” types নামে একটি অপশন আছে আপনি সেখানের টিকটি উঠিয়ে দিন, তাহলেই আপনি অপশন বেছে নিতে পারবেন।
পিক্সার ০২।
Data Recover
Data Recover

সব শেষে NEXT এ ক্লিক করুন।
পিক্সার ০৩।
Data Recover
Data Recover
এবার উপরের পিক্সারে দেখুন আপনার সকল ড্রেরাইভ শো করেছে, এখানে আপনি আপনার পেনড্রেরাইভ/মেমরী কার্ড/হার্ড ডিক্স যেটি রিকোভার দিতে চান তা সিলেক্ট করুন। এবার NEXT এ ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের ছবিটির মত আসবে মানে রিকোভার হচ্ছে।
পিক্সার ০৪।
Data Recover
Data Recover
সার্চ শেষে নিচের মত আসবে
পিক্সার ০৫।
Data Recover
Data Recover

NEXT এ ক্লিক করুন।
কয়েক সেকেন্ট এর জন্য নিচের মেসেজটি আসবে।
পিক্সার ০৬।
Data Recover
Data Recover

এবার নিচের পিক্সারের মত আসবে। বাম পাশের সব গুলোতে টিক দিন।

পিক্সার ০৭।
Data Recover
Data Recover

NEXT এ ক্লিক করুন।
এবার নিচের মত আসবে সেখানে আপনি সিলেক্ট করুন, আপনার কম্পিউটারের যে কোন একটি ফোল্ডার যেখানে আপনার রিকোভার হয়ে যাওয়া ফাইলগুলো রাখবেন।
বি: দ্র: এখানে সরাসরি আবার মেমরী সিলেক্ট না করাটাই অনেক ভাল।
পিক্সার ০৮।
Data Recover
Data Recover

NEXT এ ক্লিক করুন।
এবার নিচের মত আসবে, মানে আপনার রিকোভার হয়ে যাওয়া ফাইল গুলো সেই ফোল্ডারের দিতেছে।
পিক্সার ০৯।
Data Recover
Data Recover
দেখুন টোটাল সাইট 5.41জিবি। কিন্তু আমার পেনড্রেরাইভ হল 4জিবি সাপোর্ট করে 3.75জিবি।
কিছু কথা: এখানে আপনি যা ফিরে পাবেন তার মধ্যে বিশেষ করে পিক্সার গুলোর মধ্যে কিছু কিছু পিক্সার সাপোর্ট নাও করতে পারে। আর আপনার সকল ফাইলের নাম রিনেম করে সফটওয়ারের অটো নাম দিয়ে দিবে, আপনাকে কষ্ট করে আবার নতুন করে নাম লিখতে হবে।
এবার এটা কেটে দিন।
Data Recover
Data Recover

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :