Pageviews

News
Loading...

THAI LOTTERY

ইলেকট্রিক্যালের টুটিটাকি [পর্ব-১] :: আলোচনা

এটি 1 পর্বের ইলেকট্রিক্যাল টুকিটাকি বিষয়ক টিউনের 1 পর্ব
  • ইলেকট্রিক্যালের টুটিটাকি [পর্ব-১] :: আলোচনা
পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
 GRAPH-OF-ENERGY-101
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। প্রথমে’ই বলে নেই এটা নুতনদের জন্য যারা যানেন না তাদের, আর যদি কেহ অভিজ্ঞ থাকেন তাহলে এটা দেখার দরকার নেই। তারপরও যদি সময় থাকে দেখতে পারেন আমার কোন ভুল হয়েছে কিনা, যদি হয় তাহলে ভুলটি ধরিয়ে দিবেন। কাজের কথায় আসি। আমরা অনেকেই বিদুৎতের ছোট ছোট কাজ জানি, তাই ছোট ছোট কাজ নিজের হাতেই করে থাকি। আবার দেখা যায় অনেকে বিদুৎতের ছোট কাজ গুলোও যানে না, এবং জীবনের ভয়তে বিদুৎতের আসে পাশেও যায় না। তার ফলে দেখা যায় একটি সুইচ বা একটি ব্লাপ লাগাতেও একটি ইলেকট্রেশিয়্যান খবর দিতে হয়, এবং তাকে দিয়ে কাজটি করিয়ে নিতে হয়, যার কারণ দেখা যায় ছোট্ট একটু কাজ কিন্তু সে অন্যের বাড়ি এসে কাজটি করে দিছে, তার আসা যাওয়া খরচ, তার নিদিষ্ট রেটের টাকা সহ অনেক বেশি খরচ হয়ে যায়। যা যদি আপনি এই কাজটি জানতেন তাহলে এতো টাকা খরচ করতে হত না। তারপরও দেখা যায় অনেক সময় বিশেষ প্রয়োজন হলে ইলেকট্রিশিয়্যান পাওয়া যায় না, সে অন্য যায়গাতে কাজ করতে গেছে বা ব্যস্ত আছে, কতো ঝামেলা পোহাতে হয়। তাই আমি ভেবে দেখলাম এই রকম পর্যায়ে যারা আছেন তাদের ছোটখাট কাজ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমি প্রতি নিয়ম একটি একটি স্ক্রীটশর্ট সহ পোষ্ট করব যাতে করে ছোট ছোট এবং যে কাজ গুলো আমাদের দৈন্দিন জীবনের প্রয়োজন এই রকম কিছু কাজ নিয়ে ধারাবাহিক ভাবে পোষ্ট করব। যাতে করে ছোট ছোট কাজের জন্য অন্যকে অনুরোধ করার প্রয়োজন হবে না, টাকা খরচ হবে না, ঝামেলা পোহাতে হবে না। বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাবেন। এবং নিজেও কিছু যানতে পারবেন। ইলেকট্রিক্যাল শিখতে অনেক এর বেসিক পড়ালেখা জানার প্রয়োজন নয়তো পরবর্তী কাজ বুঝতে অনেক সমস্যা হয়তে পারে বা কিছু কিছু কাজ আপনি সহজে বুঝবেন না। কিন্তু দেখা যায় আবার বেশি পড়ালেখা শুরু করলেও আবার দৈর্য্য নষ্ট হয়ে যায়, যার কারণে আর শিখতে মন চায় না, তাই আমি একদম বেশি কিছু শিখাব না, কিন্তু যা একদম না জানলেই নয়, এই রকম কিছু শিখান দরকার। আর আমার ব্যপারে বলিঃ আমি কোন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়, তাই আমি তেমন বড় বড় কিছু শিখাতে পারব না। আমার জ্ঞান অনুসারে আমি শিখাতে পারব, আমি যা জানি তা থেকে। আর বিশেষ করে কিছু টুল ব্যবহার সরংজামের সাথে আগামি পর্ব পরিচয় করিয়ে দিব। আর টুকটাক কিছু আলোচনা হবে। তবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ভাবিয়েন যে, এই আলোচনা পর্ব পড়ে কি লাভ? যে পর্ব থেকে কিছু কাজ শিখাবে সেই পর্ব থেকে পড়, তাহলে আপনি ভুল করবেন। কারণ মনে রাখবেন নিয়মিত যে ছাত্র ক্লাসে যায় তার মেধা ভাল থাকে এবং সে অল্পতে সকল কাজ/পড়ালেখা বুঝতে পারে। আর যে, ছাত্র অনিয়মিত সে হঠাৎ করে একটি ক্লাসে গিয়েই কিছু বুঝতে পারবে না, কারণ আপনি যে পর্ব দেখবেন সেই পর্ব এমনও হতে পারে যার কিছু অংশ পূর্বের পর্বের আলোচনা হয়েছে বাকি অংশ এই পর্ব আলোচনা হচ্ছে, কাজেই আপনি পুরোটা না শুনলে ভাল বুঝতে পারবেন না। কাজেই নিয়মিত হন এবং আমাদের সাথেই থাকুন।
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :