Pageviews

News
Loading...

THAI LOTTERY

সবচেয়ে সহজ পদ্ধতিতে ল্যান ক্যাবল দিয়ে ফাইল শেয়ার



সবচেয়ে সহজ পদ্ধতিতে ল্যান ক্যাবল দিয়ে ফাইল শেয়ার ।

নতুন কম্পিউটার কিনলে কিংবা বন্ধুর বড় কালেকশন নিতে গেলে সবচেয়ে বিরক্তি এসে যায় পেনড্রাইভের স্পিড দেখে এবং বারবার কপি, কাট, পেস্ট করতে করতে বিরক্তি চলে আসে ।
আর মাত্র ৬০ টাকা খরচ করে যদি ল্যান তার নেয়া হয় তবে তা দিয়ে খুব সহজেই হার্ডডিস্ক শেয়ার করা সম্ভব । আমি এখন কিভাবে খুব সহজেই হার্ডডিস্ক শেয়ার করা যায় তা দেখাবো । স্কিনশর্ট পাশাপাশি বর্ননা এবং পরিশেষে ইউটিউবের ভিডিও টিউটোরিয়ার । আশা করি আপনাদের উপকারে আসবে ।

অপারেটিং সিস্টেমঃ এভাবে ফাইল শেয়ার আমি নিজে থেকে উইনডোজ ৮ এবং উইনডোজ ৭ এ করে দেখেছি । পরীক্ষীত ।
প্রথম ধাপে আপনাকে যা করতে হবে দুটি কম্পিউটারে বা ল্যাপটপে ল্যান তার দিয়ে কানেক্ট করাতে হবে । কানেক্ট যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে দেখবেন যে ল্যান ক্যাবলে একটা ছোট্ট বাল্ব আছে যা জ্বলে উঠবে । তারপর আস্তে আস্তে স্কিন শর্ট ফলো করুন ।



যদি আপনার কম্পিউটার উইনডোজ সেভেন হয় তাহলে এতো কাহিনী করতে হবে না । সরাসরি র্স্টাট থেকে কন্ট্রোল প্যানেল এ গেলেই হবে । উইনডোজ ৮ । বড় বড় মানুসের বড় বড় ব্যাপার ।





এর পর আরেকটা ধাপ আছে যেটা শেষের ধাপ । তা হলো আপনি আপনার হর্ডডিক্সের কোন ড্রাইভ শেয়ার করতে চান । এবং কিভাবে করতে চান ।
১। শুধু মাত্র আপনার কম্পিউটারের ফাইল ঔ কম্পিউটারে শো করবে এবং কপি করতে পারবে ।
তাহলে ।
ড্রাইভে রাইট ক্লিক করুন এবং প্রপারটিজ । তারপর সিকিউরিটি ট্যাব । এখানে ইডইট অপশন থেকে এড এ গিয়ে বড় হাতের EVERYONE লিখুন । তারপর ওকে করুন ।

কিছুটা সময় তো লাগবেই বলুন । তাই ধৈয্য সহকারে কিছুক্ষন অপেক্ষা করুন । তারপর হয়ে গেলে ওকে করুন । এরপর শেয়ারিং ট্যাবে দুই সেকেন্ডের একটা পিচ্চি কাজ আছে। সেটা হল শেয়ারিং ট্যাবে যান গিয়ে এডভান্সড শেয়ারিং অপশনে যান গিয়ে শেয়ার দিজ ফোল্ডার এ টিক মার্ক দিন ।
এর পর ওকে করলেই আপনার কম্পিউটার ওই ল্যানযুক্ত কম্পিউটারে দেখা যাবে । দেখবেন কোথায় গিয়ে?
দেখবেন মাইকম্পিউটারে ডাবলক্লিক করে নেটওয়ার্ক এ ক্লিক করলে । আপনাকে একই সেটিং ওই কম্পিউটারেও করতে হবে । বেশীকিছু না করতে চাইলেও । এডভান্সডৃ শেয়ারিং অপশন থেকে নেটওয়ার্ক ডিসকভারি অন করতে হবে ।
২। এবার আপনি যদি মনে করেন যে আমার ফাইল শেয়ার এর পাশাপাশি ঔ কম্পিউটার থেকে আমি আমার কম্পিউটারে নিব । তাহলে আপনার ড্রাইভের পারমিশন দিয়ে দিতে হবে । কিভাবে ? স্ক্রিন শর্ট দেখুন তাহলে বেশী কিছু বলতে হবে না ।


অনেক তো হল । এবার তাহলে ফাইল শেয়ারিং শুরু করে দিন । একটা কমেন্ট তো আশা করতেই পারি নাকি?
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :