ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে একটি পরিত্যক্ত পানির পাইপের ভেতর থেকে ২৩ ঘণ্টা পর উদ্ধার হওয়া শিশু জিহাদের মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরে দাফন করা হয়েছে। বিকাল পাঁচটার দিকে বাদ আসর জিহাদের মরদেহ শরীয়তপুরের গোসাইরহাই উপজেলার নাগরপুর গ্রামে দাফন করা হয়। সকাল ১১টায় জিহাদকে নিয়ে তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ান হয়। ময়নাতদন্ত শেষে গোসল করিয়ে তাকে কাফনের কাপড় পড়ানো হয়। জিহাদের মামা মনির হোসেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লাশ বুঝে নেন। এর আগে তার ময়নাতদন্তের কার্যক্রম শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. হাবিবুজ্জামান চৌধুরীকে প্রধান করে গঠিত তিন সদস্যের চিকিৎসক প্যানেল এই ময়নাতদন্ত করেন। কমিটির অন্য দুই চিকিৎসক হলেন সদস্য সচিব ও সহকারী অধ্যাপক ডা. একে এম শফিউজ্জামান এবং ডা. প্রদীপ বিশ্বাস। শনিবার বেলা ৩টার দিকে দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর জিহাদেকে উদ্ধার করা হয়।
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment