নিজস্ব প্রতিবেদক:
৫ জানুয়ারী উপলক্ষ্যে কানাইঘাট গাছবাড়ী বাজারে ১৪৪ ধারা ভঙ্গ করে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ছাত্রদল লাঠি মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীরা জানান একপর্যায়ে মিছিলটি গাছবাড়ী আইডিয়াল কলেজের সম্মুখে আসা মাত্র বিপুল সংখ্যক পুলিশ মিছিলে বাধা প্রদান করলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে মিছিলকারীদের ধাওয়া ও ২টি টিআরশেল নিক্ষেপ করলে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।
এসময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ১১রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন মিছিলকারী আহত হন। তবে তাদের পরিচয় পাওয়া যায় নি। পুলিশ ঘটনাস্থল থেকে ঝিঙ্গাবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর পুত্র জামায়াত নেতা হারুনুর রশিদ (৩৬) ও আগতালুক কান্দি গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে ছাত্রদল কর্মী আবুল বশর (২২) কে গ্রেফতার করে।
সংঘর্ষের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান।
জানা যায়, ৫ জানুয়ারী উপলক্ষ্যে সোমবার ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও বিএনপি জামায়াত জোট পাল্টাপাল্টি একই সময়ে মিছিল সমাবেশের ঘোষণা দেওয়ায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কানাইঘাট উপজেলা সদর, গাছবাড়ী বাজার ও সড়কের বাজারে ১৪৪ ধারা জারি করেন।
DSC00341
বিএনপি জামায়াত জোটের নেতাকর্মীরা কানাইঘাট উপজেলা সদর ও সড়কের বাজারে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের প্রস্তুতি নিলে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা মিছিল করতে পারেনি। তবে ১৪৪ ধারা ভঙ্গ করে গাছবাড়ী বাজারে জোটের নেতাকর্মীরা লাঠি মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন, গাছবাড়ী বাজারে ১৪৪ধারা ভঙ্গ করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা লাঠি মিছিল বের করে একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশের উপর হামলা চালায়। পরে পুলিশ ২টিআরশেল ও ১১রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গাছবাড়ী বাজার সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
0 comments :
Post a Comment