Pageviews

News
Loading...

THAI LOTTERY

কানাইঘাটে বিএনপি ও যুবসমাজ থেকে দেড় শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

কানাইঘাটে বিএনপি ও যুবসমাজ থেকে দেড় শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান 



kanaighatnews.com: বিএনপি ও যুবসমাজ থেকে আওয়ামীলীগের যোগদান উপলক্ষে কানাইঘাট বড়চতুল ইউপি আ’লীগের উদ্যোগে এক যোগদান অনুষ্ঠান গত শনিবার বিকেল ৫টায় চতুল ঈদগাহ বাজারে অনুষ্টিত হয়। ইউপি আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহিবুল হকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ ও ফয়সল উদ্দিনের যৌথ পরিচালনায় যোগদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, এড. আব্দুস সাত্তার, এড. মামুন রশিদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কাউন্সিলার ফখরুদ্দিন শামীম, আ’লীগের সদস্য মোঃ জাকারিয়া, এড. ইয়াহিয়া, শাহীন আহমদ, আব্দুর রশিদ, কয়সর আহমদ মেম্বার, মাহবুবুর রহমান, নুরুল আম্বিয়া, আফতাব উদ্দিন, জামিল আহমদ, যুবলীগ নেতা হাবিব উল্লাহ প্রমুখ। যোগদান অনুষ্ঠানে বড়চতুল ইউপির ৫নং ওয়ার্ডের বিএনপি নেতা কামরুজ্জামানের নেতৃত্বে আ’লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল, ছাত্রদল এবং যুব সমাজের প্রায় ১৫০ শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান করেন। যোগদান কৃতদের শুভেচ্ছা জানিয়ে আ’লীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্থে উন্নয়ন মূলক কর্মকান্ড বানচাল করার জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়ার নির্দেশে দেশে অরাজকতা তৈরি করার জন্য ২০ দলীয় জোট বোমা বাজির মাধ্যমে নিরীহ লোকজনকে হত্যা করছে। এসব কর্মকান্ড প্রতিহত করার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :