বিসমিল্লাহীর রহমানির রাহীম
জনশক্তি রপ্তানী হচ্চে বাংলাদেশের বৈদেশিক
মুদ্রা অর্জনের অন্যতম প্রধান পথ। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে এক
শ্রেণীর লোকেরা দেশের সহজ-সরল সাধারণ মানুষকে নকল ভিসা সরবারহ করে
বিভ্রান্ত করছে। এমন কি নকল ভিসার ফাঁদে পড়ে সর্বহারাও হয়েছেন বাংলাদেশের
অনেক যুবক। এমন কি আমার চাচাতো ভাই এই নকল ভিসার ফাঁদে পড়ে এখন নি:স্ব।
তবে স্বীকার আমাকে করতেই হবে যে চোর পালালে বুদ্ধি বাড়ে। কারন এখন আমি পৃথিবীর অনেক দেশের ভিসাই চেক করতে পারি (আলহামদুলিল্লাহ)।
আজ আপনাদের সাথে শেযার করব কাতারের ভিসা চেক
করতে হয় কিভাবে তার বিস্তারিত বিবরণ। কারণ এখন প্রচুর পরিমান জনশক্তি
কাতারে রপ্তানি হচ্ছে। যদি আপনাদের উৎসাহ- উদ্দীপনা পাই তাহলে ক্রমান্বয়ে
আরোও অনেক দেশের ভিসা চেক করার নিয়মাবলী নিয়ে লিখব।
যাক অনেক কথা বলে ফেললাম। কথা দিয়ে ছিলাম 2মিনিটেই ভিসা চেক করা শিখাবো (ইনশআল্লাহ) ।
বেশী কিছু না প্রথমে এই লিংকে গিয়ে Visa Enquiry & Printing এ ক্লিক করুন। এখন নিচের চিত্র গুলো দেখুন-
তার পর Passport Number এর ক্লিক করুন। Passport Number দিন ও বাংলাদেশ সিলেক্ট করুন।
এই রকম-
আর যদি Sorry, Requested Visa Not Found….. Please try again এই কথা দেখায় তাহেলে ভিসা নকল।
ভাই আমিওতো আপনার মতই একজন মানুষ। তাই আমার কি ভূল ত্রূটি হতে পারে না?
0 comments :
Post a Comment