Pageviews

News
Loading...

THAI LOTTERY

Bangla Calendar শুধুমাত্র আপনার সিম্বিয়ান মোবাইলের জন্য।

“আসসালামু আলাইকুম”
Screen_1-192x192
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
সবাই পহেলা বৈশাখ কেমন কাটালেন। আজ বাংলা বৈশাখ মাসের ২য় দিন এটা আমাদের কেন মনে আছে জানেন কাল পহেলা বৈশাখ ছিল বলে, আমরা আমাদের শহুরে নানা বেস্ততার মাঝে আসলে অনেক কিছুই মনে রাখি না যেমন বাংলা মাসের নাম বা তারিখ। তাই আজ আপনাদের জন্য বাংলা ক্যালেন্ডার নিএ আসলাম আপনার নোকিয়া সিম্বিয়ান মোবাইল এর জন্য। আমরা জানি বিভিন্ন ভর্তি পরীক্ষা কিংবা চাকরীর ইন্টারভিওতে বাংলা দিনের প্রশ্ন করা হয় তখনআমরা অনেকেই বলতে পারি না কারন আমরা তো ইংলিশ মাসের নাম বা তারিখ বাসায় ক্যালেন্ডার থেকে দেখে এসেছি তাই সেটা সহজেবলতে পারব তাইনা। কিন্তু আজ থেক আপনিও বাংলা মাস এবং তারিখ দুটোই জানবেন আর জানার জন্য এই অ্যাপস টি ডাওনলোড করে নিন।অনেকের কাছে হয়তো এই অ্যাপ টি থাকতে পারে তাদের এই অ্যাপ টি ডাওন লোড করার দরকার নেই। এটি মাত্র 160কেবি। তাই আশা করি সবাই কাছে রাখবেন।এতে আপনারা বাংলার পাশাপাশি ইংরেজি তারিখ পাবেন। 
shuvo_noboborsho_1420_wallpaper_10
আপনি সফটওয়্যার টি ডাওনলোড করে সরারসরি ইন্সটল করে নিন তারপর ওপেন করুন আর কিছু করতে হবে না।
ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।
আজকের এই পোস্ট টি ছোট কি আর করার আছে এটা আর কিছু বলতে হবে না তাই বললাম না।
জানি না আজকের এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে।আমি চেষ্টা করেছি আপনাদের ভাল লাগাতে।
ভাল বা খারাপ যাই হোক আজকের এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
==================================================================
সবাই ভাল থাকুন,আর পিসি হেল্পলাইন বিডির সাথেই থাকুন………………
==================================================================
আপনার কাছে যদি সামান্য সময় থাকে তবে একবার ঘুরে আসতে পারেন।
আপনাকে জানার ও জানানোর জন্য আমরা জন্য আমরা আছি সদা আপনার অপেক্ষায়।ঘুরে আসুন আশা করি ভাল লাগবে….।
[বিঃদ্রঃ-আপনার কোন সমস্যা থাকলে ওয়ালে পোস্ট করতে পারেন আমরা সর্বোত্তম চেষ্টা করব সমস্যা সমাধানের]
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :