বন্ধুরা সবাই ভাল তো আপনাদের দোয়াই আমি ভাল আছি আশাকরি আপনারাও ভাল আছেন
। যাই হক যাই হক ইতি মধ্যে অনেকের ওয়েবসাইট বা ব্লগ সাইট আছে এবং সবাই
চাইছেন যেন নিজ নিজ ব্লগ সবার থেকে ভাল হয় । আর একটি ব্লগকে ভাল মানের করার
জন্য অনেক দিকে লক্ষ রাখতে হয় , তার মধ্যে অন্যতম এস.ই.ও ঠিক ভাবে করা ।
আর বর্তমানে সব থেকে জন প্রিয় সার্চ ইঞ্জিন হল Google আশাকরি এটা সবাই
জানেন । আমি এর আগে কিভাবে ব্লগার ব্লগকে গুগল এ সাবমিট করবেন এবং সাইট
ম্যাপ যুক্ত করা নিয়ে পোস্ট করেছিলাম । তাহলে চলুন দেখে নিন আপনার ব্লগ
পোস্ট Google Indexing করেছে কি করেনি এর জন্য নীচের ছোট একটি টিপস লক্ষ
করুন ।
১// গুগলে আপনার ব্লগার ব্লগের Sitemap – সাইট ম্যাপ সাবমিট করুন । ( মেগা পোস্ট )
২// আপনার Blog বা Website কে এক ক্লিকে Submit করুন ১০০+ সার্চ ইঞ্জিনে । না দেখলে চরম মিস ।
~>> পরীক্ষা করাটা খুব সোজা এর জন্য সুধু মাত্র গুগল ওপেন করুন তারপর এই ভাবে লিখুন Site:আপনার ব্লগ .com , যেমন Site:www.asobondhu.blogspot.com আশাকরি এবার বুজতে পারলেন । এবার নীচের চিত্রে দেখুন ।
~> উপরের ফটোতে দেখুন লাল বডারে ঘিরা আছে আমার ব্লগের পোস্ট ইনডেক্স হয়েছে ৫৩৯ টি । আর আমাদের প্রিয় ব্লগ পিসি হেল্প লাইন বিডি তে কত ইনডেক্স হয়েছে দেখে নিন । নীচের চিত্রে দেখুন …
~>> কি আপনিও তাহলে ঝটপট পরীক্ষা করে নিন । যদি একটিও পোস্ট ইনডেক্স না হয় তাহলে চিন্তার কিছুই নাই নীচের দুটি পোস্ট লক্ষ করুন আর দেখে নিন কিভাবে ইনডেক্স করবেন ।
১// গুগলে আপনার ব্লগার ব্লগের Sitemap – সাইট ম্যাপ সাবমিট করুন । ( মেগা পোস্ট )
২// আপনার Blog বা Website কে এক ক্লিকে Submit করুন ১০০+ সার্চ ইঞ্জিনে । না দেখলে চরম মিস ।
0 comments :
Post a Comment